WHO WE ARE
WHAT WE DO
CONTENTS
GET INVOLVED
একশনএইড বাংলাদেশ সাংবাদিক মিডিয়া ফেলোশিপ ২০২০
গৃহস্থালির সেবামূলক কাজ
প্রস্তাবনা আহ্বান
গৃহস্থালির সেবামূলক কাজ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন ও উন্নয়ন সাংবাদিকতাকে উৎসাহিত করতে সাংবাদিকদের কাছ থেকে ফেলোশিপের জন্য প্রস্তাবনা আহ্বান করছে একশনএইড বাংলাদেশ। প্রোমোটিং অপারচুনিটিজ ফর উইমেন এমপাওয়ারমেন্ট এন্ড রাইট্স, সংক্ষেপে ‘পাওয়ার’ প্রকল্প গৃহস্থালির সেবামূলক কাজ কে শ্রম হিসেবে গণ্য করার জন্য ধারাবাহিক প্রচারনা কার্যক্রমের অংশ হিসেবে এই ফেলোশিপ প্রস্তাবনা আহবান করা হচ্ছে। প্রস্তাবনাসমূহ বিবেচনা করে ০৫জন সাংবাদিককে ফেলোশিপ প্রদান করা হবে।
পটভূমি:
গৃহস্থালির সেবামূলক কাজ ঐতিহ্যগতভাবে একটি জেন্ডার বিষয়। সেবামূলক ও জীবনধারণের জন্য আবশ্যক যে কাজগুলো নারীরা নিয়মিত ঘরে করেন, তাই গৃহস্থালির সেবামূলক কাজ। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মূল প্রতিবন্ধকতা হচ্ছে নারীর উপর গৃহস্থালির সেবামূলক কাজের অসম চাপ। এতে তাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন বাধাগ্রস্থ হচ্ছে। যার বহিঃপ্রকাশ স্বরূপ দেখা যায় নারীদের আয় ও অন্যান্য সম্পদে প্রবেশাধিকার ও নিয়ন্ত্রণের সুযোগ হচ্ছে না অথবা সীমিত হয়ে পড়ছে। নারীরা একটি নির্দিষ্ট গন্ডির মাঝে আবদ্ধ হয়ে থাকছে। তারা সমাজে নেতৃত্ব দেয়া ও সিদ্ধান্ত গ্রহণকারীর ভূমিকায় অবতীর্ণ হতে পারছেন না। আর এই সকল কারণে নারীরা দারিদ্র্য, সহিংসতা, অপুষ্টি, স্বাস্থ্যহীনতাসহ আরো নানান ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন। অথচ আজ অবধি বাংলাদেশের কোন আইন বা নীতিতে গৃহস্থালির সেবামূলক কাজ কে শ্রম হিসেবে গণ্য করা হয়নি। তাই নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য গৃহিত যে কোন নীতিমালা, কর্মসূচী ইত্যাদিতে অবশ্যই গৃহস্থালির সেবামূলক কাজ ও নারীদের উপর এর প্রভাব বিবেচনা করা জরুরী।
‘পাওয়ার’ প্রকল্প নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২০১৬ থেকে গৃহস্থালির সেবামূলক কাজের স্বীকৃতি, হ্রাস ও পুনর্বণ্টন-এই তিন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে এসডিজি লক্ষ্য অর্জনে এবং নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
ফেলোশিপের লক্ষ্য:
প্রতিটি ফেলোশিপের পুরস্কার: ৬৫,০০০ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ যা উৎসমূলে কর্তন করা হবে) ও সার্টিফিকেট
ফেলোশিপের সময়: জুলাই-আগস্ট ২০২০
ফেলোশিপ ক্যাটাগরি: জাতীয় পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া (বাংলা ও ইংরেজী)
নির্বাচিত বিষয়:
১. গৃহস্থালির সেবামূলক কাজ: বাস্তবতা, কার্যকারণ ও প্রভাব
২. গৃহস্থালির সেবামূলক কাজ: প্রেক্ষিত আইন ও নীতিমালা
৩. নারীর ক্ষমতায়ন: প্রেক্ষিত গৃহস্থালির সেবামূলক কাজ
৪. কোভিড ১৯ পরিস্থিতিতে গ্রামীণ ও শহুরে জীবনে গৃহস্থালির সেবামূলক কাজ
**(পরবর্তীতে আলোচ্য বিষয়গুলো ফেলো ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের যৌথ আলোচনার মাধ্যমে আরো সুনির্ধারিত করা হবে।)
প্রস্তাবনা পাঠাতে যা যা লাগবে:
বিশেষ শর্তাবলী:
প্রস্তাবনাপত্রে যা যা অবশ্যই বিবেচিত হবে (সীমাবদ্ধ নয়):
প্রস্তাবনা জমা দেয়ার শেষ তারিখ:
৩০ জুন ২০২০
জমা দেয়ার ঠিকানা:
নূরে জান্নাত প্রমা
প্রোগ্রাম অফিসার, রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন
‘পাওয়ার’ প্রকল্প, একশনএইড বাংলাদেশ
বাড়ী- এসই (সি) ৫/বি, রোড ১৩৬, গুলশান-১, ঢাকা-১২১২
ই-মেইল: noore.proma@actionaid.org
অনুলিপি: israt.biju@actionaid.org; ananya.sanyal@actionaid.org